Water supply

বনগ্রাম পানীয় জল সরবরাহ প্রকল্প

কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং বনগ্রাম পৌরসভার আর্থিক সহায়তায় AMRUT   প্রকল্পের জল সরবরাহের কাজ আরম্ভ  হইয়েছে।

প্রকল্পটি পাচঁটি জোনে বিভক্ত-

জোন-১,জোন-২,জোন-৩,জোন-৪,জোন-৫  এর মধ্যে চারটি(৪) জোনের ওভার হেড রিজার্ভার কাজ শুরু হইয়াছে।

আপনজন মাঠে জল পরিশোধনাগারের কাজ শুরু হইয়াছে।

এই শোধনাগারের পরিশ্রুত জল পাম্পিং করিয়া প্রতিটি রিজার্ভারের মাধ্যমে Distribution  লাইনের সাহায্যে বাড়ি-বাড়ি জল সরবরাহ করিবার জন্য প্রতিটি জোনে পাইপ লাইনের কাজ শিঘ্রই শুরু হইবে।

চাকদা গঙ্গা হইতে জল আনিয়া পরিশোধনাগারে পাঠানোর কাজটি – P.H.E  DEPARTMANT  কে দেওয়া হইয়াছে। তাহারা SERVEY  করিয়া D.P.R প্রস্তুত

Present Population of Bongaon Municipality as per Census – 2011 1,08,887  
Rate of water supply as considered 135 lpcd
Source of Water Ground Water   
Minimum Terminal Head 700 m.
Total no. of Ward 22
Laying Pipeline 52870.00 m of different dia.
No. of DTW 2 X 4 = 8 nos. 
Discharge of the DTW 10000 GPH of each Tube well 
Street Post 262 nos.
Door to door water connection till date 492 nos.
Over Head Reservoir  1 no. at Zone – IV, Capacity-1,00,000 Gallon (Existing)

Under Proposal : Zone -1, Zone- 2, Zone – 3

Pumping System Direct Pumping – Through Iron Elemenation Plant  

Our Recent Activities…