NULM

বনগাঁ পৌরসভা-র প্রাক্তন পৌরমাতা ও বর্তমান NULM দপ্তরের ভারপ্রাপ্ত কাউন্সিলার (CIC) মাননীয়া শ্রীমতি আঢ্য মহাশয়ার এবং বনগাঁ পৌরসভার পৌরপিতা মাননীয় শ্রী শংকর আঢ্য মহাশয় সহ BOARD OF COUNCILLOR এর সহযোগীতায় বনগাঁ পৌর এলাকার দরিদ্র সীমার নীচে বসবাসকারী সমস্ত পরিবারের মহিলারা স্বনির্ভর হতে সক্ষম হয়েছে।
১) ক) বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী (SHG) – এর দক্ষ মহিলারা নিজেদের হস্তশিল্প নৈপুণ্যতার মাধ্যমে (বুটিকের কাজ, সূঁচি শিল্প,বুনন শিল্প,পুঁতির কাজ ইত্যাদি) বিভিন্ন দ্রব্যাদি প্রস্তুত করে সেগুলিকে বিভিন্ন মেলা প্রাঙ্গনে (বাণীপুর মেলা, সবলা মেলা, বনগাঁ উৎসব মেলা, ঠাকুরনগর মেলা) স্টল দিয়ে বিক্রয় করে মাধ্যমে স্বনির্ভর হতে সক্ষম হয়েছে।
খ) পৌরসভার ৩-টি ক্যাণ্টিন এবং বনগাঁ মহাকুমা হাসপাতাল সংলগ্ন স্থানে রাত্রিকালিন বিশ্রামাগার সহ ক্যাণ্টিন স্বনির্ভর গোষ্ঠী (SHG)-র মহিলাদের দ্বারা পরিচালনা করার মাধ্যমে ভাবে নিজেরা স্বনির্ভরতার লক্ষে এগিয়ে চলেছে।
২) ‘ALF’ – গুলি বনগাঁ পৌরসভার বিভিন্ন উন্নয়নে সরাসরি অংশগ্রহন করে (‘HFA’ প্রকল্পের ৪০০ টি গৃহ মিশন বাংলা প্রকল্পের ৪০০০ টি শৌচাগার নির্মাণ, ১০০ টি গভির নলকূপ বসানো, বিভিন্ন প্রায় ২০ টি CC রোড নির্মাণ ইত্যাদি ) আর্থিক ভাবে লাভবান হতে পেরেছে। পৌরসভার সহযোগীতায় বিভিন্ন ব্যাংকের মাধ্যমে CC (CASH CREDIT) লোনের দ্বারা আর্থিক ভাবে সাবলম্বি হয়ে বিভিন্ন ব্যবসার (শাড়ি,রেডিমেড ,স্টেশনারী দ্রব্যাদি ইত্যাদি সরবরাহ করা) মাধ্যমে মুনাফা করে আর্থিক ভাবে স্বনির্ভর হয়েছে।
৩) ২০১৬ সালের ১৫ ই আগস্টে বনগাঁ পৌরসভার ‘নগর জীবিকা কেন্দ্র’ (CLC) ভাবে সূচনার মাধ্যমে ১ বছর অতিক্রম করতে সক্ষম হয়েছে। যার প্রভাবে NULM দপ্তর সমাজের দক্ষ শ্রেনীর মানুষদের স্বনির্ভর করনের লক্ষে প্রায় ১২৫০ টি রোজ কর্মসংস্থানের ব্যব ব্যব করা হেয়েছে।
৪) বনগাঁ পৌরসভার ত নবনির্মিত ‘শরণ্য আবাসন’-এ পৌর এলাকার বিভিন্ন ওয়া থেকে অসহায় ও আশ্রয়হীন উপযুক্ত উপভোক্তাদের-কে সমীক্ষা করে আশ্রয় দান করতে গো মহিলারা প্রত্যক্ষ ভাবে সহযোগীতা করে একটি সামাজিক ভালো কাজের নিদ রেখেছে।
৫) স্বনির্ভর করনের মাধ্যমে পৌর এলাকার দরিদ্র পরিবারগুলি ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের আওতায় আসতে সক্ষম হয়ে সুবিধা লাভ করেছে।
৬) বিভিন্ন স্বনির্ভর মহিলারা এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং স্বাস্থ্য সচেতনতা রক্ষা করতে বিভিন্ন ধরনের কর্মসূচী (স্পেশাল ক্লিনলিনেস প্রোগ্রাম, পালস পোলিও টিকাকরন,ডেঙ্গূ প্রতিরোধ ইত্যাদি) করে সামাজিক সচেতনতার পরিচয় রেখেছে।

National Urban Lively hood Mission

From 01.04.2014 to 31.08.2015 –

Total SHG formed – 166 Nos.

Total ALF formed – 37 Nos.

Tender

Notice Board

  • Notice Inviting Tender: NIT No-99/B.M./2021-22/PWD

    30/09/2021

    A) Construction of C.C Road at Joypur Starting from the house of Atiar Rahaman Tarafder upto the land of Swapan Mallick in Ward No-01. within Bongaon Municipality. B) Jhama Consolidation Road at Joypur Palpara starting from Zulfikar Sardar(Palpara Bituminus Road) to kabarsthan Ward No-01. within Bongaon Municipality. Please see the details – ClickHere

  • Notice Inviting Tender: NIT No-99/B.M./2021-22/PWD

    09/08/2021

    N.I.T for Repair & renovation work of Surface Drain & Drain Cover in different places in Word No-12, Bongaon Municipality. Please see the details – ClickHere

  • Notice Inviting Tender: NIT No-98/B.M./2021-22/PWD

    09/08/2021

    N.I.T for Contradiction of Cross Drain & C.C Road at Hanuman Mandir, starting from Laxmi Das to Rajkumar Das, in Saktighar, Ward No-10, Bongaon Municipality. Please see the details – ClickHere

  • Notice Inviting Tender: NIT No-97/B.M./2021-22/PWD

    09/08/2021

    N.I.T for Contraction of C.C Road starting from Abni Ghosh to Bablu Ghosh, in Saktigarh, Ward No-10, Bongaon Municipality Please see the details – ClickHere

  • Notice Inviting Tender: NIT No-96/B.M./2021-22/PWD

    09/08/2021

    N.I.T for Contraction of C.C Road Starting from Pradip Paul via Rajendra Singh to Nirmal Paul in Saktigarh, Ward no-09, Bongaon Municipality. Please see the details – Click Here



 

Our Recent Activities…