NUHM Programme
বনগাঁ পৌরসভা
বনগাঁ, উত্তর ২৪ পরগণা
জাতীয় পৌর স্বাস্থ্য কর্মসূচীর (NUHM) অন্তর্গত দুইটি আরবান প্রাইমারী হেলথ সেন্টার থেকে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরিষেবা প্রদান
আনন্দের সাথে জানাচ্ছি যে, বনগাঁ পৌরসভার ২০১৪-১৫ অর্থবর্ষে ‘ন্যাশনাল আরবান হেলথ মিশন’ কর্মসূচী অন্তর্ভুক্ত হয়েছে। আমাদের পোউর এলাকার ২২টি ওয়ার্ডে বসবাসকারী দারিদ্রসীমার নিচে থাকা পরিবার, অনুন্নত সম্প্রদায়, গৃহহীন পরিবার, ভ্যান ও রিক্সা চালক, রাস্তার ধারে বসবাসকারী শিশু, ইট ভাটা শ্রমিক, নির্মাণ কাজের সাথে যুক্ত শ্রমিক এবং যে সমস্ত গরীব অসহায় মানুষ স্বাস্থ্য পরিষেবার সুযোগ নিতে পারেন না তাদের সকলের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বনগাঁ পৌরসভা বদ্ধ পরিকর । এই স্বাস্থ্য প্রকল্পে দুটি আরবান প্রাইমারী হেলথ ক্লিনিক সেন্টার খোলা হয়েছে যার একটি বনগাঁ মতিগঞ্জ –এর আয়রন গেট ক্লাব পার্শ্বস্থ স্বর্গীয় হারাধন আঢ্য স্মৃতি কমিউনিটি সেন্টার অপরটি বনগাঁ কোর্ট প্রাঙ্গণে ভারতীয় রেডক্রশ সোসাইটি ভবনে । প্রতিদিন বেলা ১২ টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত (রবিবার বাদে) সম্পূর্ণ বিনামূল্যে অভিঞ্জ বিশেষঞ্জ চিকিৎসকগণ রোগী দেখছেন এবং ঔষধ দেওয়া হচ্ছে।
পৌর এলাকার সাধারন ও দরিদ্র মানুষকে আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য বনগাঁ পৌরসভা আপনাদের আন্তরিক সহযোগিতা একান্ত ভাবে কামনা করে।
ভালো থাকুন, সুস্থ থাকুন ।
শ্রী শঙ্কর আঢ্যপৌরপতি
পৌরপতি
বনগাঁ পৌরসভা
আরবান প্রাইমারী হেলথ ক্লিনিক
স্থান ঃ স্বর্গীয় হারাধন আঢ্য স্মৃতি কমিউনিটি হল
শিমূলতলা, আয়রন গেট ক্লাব ময়দান, বনগাঁ
দিন | মেডিসিন | শিশু রোগ বিশেষঞ্জ | স্ত্রী রোগ বিশেষঞ্জ | সার্জেন |
---|---|---|---|---|
সোমবার | ডাঃ শান্তনু সরকার দুপুর ১২টা – ৩টা | |||
মঙ্গলবার | ডাঃ গৌরী মণ্ডল বিকাল ৩টা-৬টা | ডাঃ অতিন সরকার দুপুর ১২টা – ৩টা | ||
বুধবার | ডাঃ কৃশানু সরকার বিকাল ৩টা-৬টা | ডাঃ আনিসুর রহমান বিকাল ৪টা-৬টা | ডাঃ বি. কৌশিক দুপুর ১২টা – ২টা | |
বৃহস্পতিবার | ডাঃ মহিতোষ মণ্ডল বিকাল ৬টা-৮টা | |||
শুক্রবার | ||||
শনিবার | ডাঃ পি.এন.সরকার দুপুর ৩টা – ৫টা |
আরবান প্রাইমারী হেলথ ক্লিনিক
স্থান ঃ ভারতীয় রেডক্রশ সোসাইটি ভবন
বনগাঁ কোর্ট প্রাঙ্গণ, বনগাঁ
Our Recent Activities…