NUHM Programme

বনগাঁ পৌরসভা

বনগাঁ, উত্তর ২৪ পরগণা

জাতীয় পৌর স্বাস্থ্য কর্মসূচীর (NUHM) অন্তর্গত দুইটি আরবান প্রাইমারী হেলথ সেন্টার থেকে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরিষেবা প্রদান

আনন্দের সাথে জানাচ্ছি যে, বনগাঁ পৌরসভার ২০১৪-১৫ অর্থবর্ষে ‘ন্যাশনাল আরবান হেলথ মিশন’ কর্মসূচী অন্তর্ভুক্ত হয়েছে।

আমাদের লক্ষ্য

  • শহরের মানুষের, বিশেষ করে শহরের দরিদ্র ও অন্যান্য অবহেলাগ্রস্ত মানুষের স্বাস্থ্যের অবস্থা উন্নত করা|
  • শহরের মানুষের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবায় সুবিধা নিশ্চিত করা |
  • শহরের দরিদ্র ও অন্যান্য অবহেলাগ্রস্ত মানুষের চিকিৎসার প্রয়োজন মেটানোর জন্য শহরের স্বাস্থ্যসেবা ব্যবস্থা তৈরি করা |

পৌর এলাকার সাধারন ও দরিদ্র মানুষকে আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য বনগাঁ পৌরসভা আপনাদের আন্তরিক সহযোগিতা একান্ত ভাবে কামনা করে।

ভালো থাকুন, সুস্থ থাকুন ।

                                                                                                    শ্রী গোপাল শেঠ
পৌরপতি
বনগাঁ পৌরসভা

Our Recent Activities…