স্বর্গীয় ভূপেন্দ্র নাথ শেঠ স্মৃতি মহা শ্মশান

বনগাঁ পৌরসভা , বনগাঁ , উত্তর ২৪ পরগনা
দুরাভাষ – ০৩২১৫ ২৪১ ৪৩২ , ০৩২১৫ ২৫৯ ১৬২

বনগাঁ পৌর এলাকা তথা বনগাঁ মহকুমার মানুষের স্বপ্ন পূরনের লক্ষ্যে প্রাক্তন বিধায়ক শ্রী গোপাল শেঠ মহাশয়ের বিধায়ক তহবিল, প্রাক্তন সাংসদ শ্রী গোবিন্দ চন্দ্র নস্কর মহাশয়ের সাংসদ তহবিল , পশ্চিমবঙ্গ সরকারের পৌর বিষয়ক দপ্তরের বিশেষ অনুদান ও পৌর সভার নিজস্ব তহবিল -এর যৌথ অর্থানুকুল্যে স্বর্গীয় ভূপেন্দ্র নাথ শেঠ স্মৃতি মহা শ্মশান জনগনের উদ্দেশ্যে উৎসর্গ করা হল।

বৈদ্যুতিক চুল্লীতে দাহ করিবার জন্য ধার্য্য অর্থ 

  • ১. জেনারেল (General) =   =  ১,০৫০ টাকা
  • ২. বি.পি.এল পরিবারভুক্ত পরিবার (B.P.L) = = ৯৫০ টাকা

যাদের এই বৈদ্যুতিক চুল্লীতে দাহ করা হয়েছে-ক্লিক করুন এখানে

Our Recent Activities…